অসলো: নরওয়ের নাইটক্লাবে বন্দুকবাজের হামলা। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। আহত বেশ কয়েকজন।
শনিবার রাজধানী অসলোর একটি নাইটক্লাবে হামলা চলে। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে এলাকাজুড়ে তল্লাশি চলছে। কেনই বা এই হামলা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : ‘মৃত’ জঙ্গিকে গ্রেপ্তার করল পাকিস্তান