ওয়াশিংটন: হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১। প্রচুর মানুষ গুরুতর জখম হয়েছে। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
The death toll from a 7.2 magnitude earthquake that struck Haiti has risen to 1,941, the nation's civil protection agency says, as a tropical storm brings torrential downpours on survivors already coping with catastrophe: AFP News Agency
— ANI (@ANI) August 18, 2021
শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) জোরাল কম্পন অনুভূত হয় দক্ষিণ-পশ্চিম হাইতিতে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.২ রিখটার। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৬০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। জোরাল ভূমিকম্পের পর থেকে একের পর এক আফটার শকে কেঁপেছে হাইতির বিস্তীর্ণ এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইতি, ভেঙেছে বহু ঘরবাড়ি। এখনও অনেকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকতে পারেন বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।