নয়াদিল্লি: ২০২০ সালের ১৫ জুন, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়েছিল ভারত ও চিন। সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। মৃত্যু হয় চিনা সেনারও। তবে চিনের তরফে সামান্য সংখ্যক সেনার মৃত্যুর কথাই বরাবর জানানো হয়েছিল। সেদিনের সংঘর্ষ নিয়ে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রের দাবি, সেদিন নদীর বরফ জলে ডুবে ৩৮ জন চিনা সেনা প্রাণ হারান।
গতবছর চিনের তরফে জানানো হয়েছিল, তাঁদের চারজন সেনার মৃত্যু হয়েছে গালওয়ানে। ওই চারজনকে মরণোত্তর সামরিক সম্মানও দেয় বেজিং। মনে করা হচ্ছে, কুটনৈতিক কারণে চিন সেনাদের মৃত্যুর তথ্য প্রকাশ্যে আনা হয়নি। সব মিলিয়ে ৪২ জন চিনা সেনার মৃত্যুর কথা জানা গিয়েছে।