নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট : শুক্রবার মাঝরাতে মাদারিহাটের মেঘনাদ সাহা নগরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক মহিলা। একই সঙ্গে আগুনে ঝলসে যায় ওই মহিলার ছেলে। মাদারিহাট থানার ওসি টিএন লামা জানান, ওই মহিলার নাম বীণা বিশ্বাস (৪০)। ছেলের নাম কমল বিশ্বাস। কীভাবে আগুন লেগে পুড়ে মারা গেলেন মহিলা তা খতিয়ে দেখছে পুলিশ।
ওই মহিলার ভাই অখিল দাসের অভিযোগ, যে খাটে দিদি ঘুমান তার নীচে জামাইবাবু ইন্দ্রজিৎ বিশ্বাস পেট্রোল মজুত করে রেখেছিলেন। প্রায় ৩০ লিটার পেট্রল একটি জারিকেনে মজুত করা ছিল বলে অভিযোগ তাঁর। তাঁর জামাইবাবু একটি হোটেলে নৈশ প্রহরীর কাজ করেন। শুক্রবার রাতেও কাজে গিয়েছিলেন।
অখিলবাবুর আরও অভিযোগ, কমল ওই পেট্রোল চুরি করার সময় কোনো ভাবে আগুন লেগে যায়। আর ওই আগুনেই পুড়ে মারা যান তাঁর দিদি। কমলের বিরুদ্ধে প্রচুর মামলা পুলিশের খাতায় রয়েছে বলে দাবি তাঁর।
যদিও ইন্দ্রজিৎ বিশ্বাস জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কমলকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। ওসি টিএন লামা জানান, মৃতদেহ রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে।