উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুলের (KL Rahul) অস্ত্রোপচার হতে চলেছে জার্মানিতে। প্রেমিকের জন্য ২৬ জুন অর্থাৎ আজ জার্মানি যাচ্ছেন অভিনেত্রী আথিয়া শেট্টি। কিছুদিন আগে চোট পেয়েছিলেন কেএল রাহুল। সেই কারণে ভারতের ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তারপর জার্মানিতে ক্রিকেটারের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, প্রায় এক মাস জার্মানিতে থাকবেন রাহুল। তাঁর সঙ্গে সেখানেই থাকবেন চর্চিত প্রেমিকা আথিয়া শেট্টি।
প্রসঙ্গত, বেশকিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি। যদিও তাঁরা জনসম্মক্ষে তাঁদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি। অন্যদিকে, আবার তাঁরা সম্পর্কের বিষয়ে অস্বীকারও করেননি। ছুটির দিনে, নৈশভোজে বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে তাঁদের সবসময় একসঙ্গে দেখা গিয়েছেন। তা থেকেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে নিশ্চিত হন নেটিজেনরা।