বাম্বোলিম : প্রচন্ড হতাশ জনি কাউকো। ওডিশা এফসির বিরুদ্ধে শেষ ম্যাচে দলের পারফরমেন্স কিছুতেই মেনে নিতে পারছেন না।
ওডিশার বিরুদ্ধে ড্র করায় নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে এটিকে মোহনবাগান। লিগ শিল্ড জয়ে জন্য এবার আর নিজেদের খেলার ফল নয়, তাদের তাকিয়ে থাকতে হবে জামশেদপুর এফসি এবং হায়দরাবাদ এফসির দিকে। আর সেটাই মেনে নিতে পারছেন না সবুজ মেরুন কোচ-ফুটবলাররা।
ম্যাচের পর প্রচন্ড হতাশ দেখায় ইউরো তারকাকে। কাউকো বলেন, অত্যন্ত হতাশ আমরা। লিগ শিল্ডে চ্যাম্পিয়ন হতে গেলে নিজেদের জিতলেই চলবে না, এখন আমাদের অন্য দলের খেলার ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। খুব কঠিন হয়ে গেল ব্যাপারটা। প্রতি ম্যাচেই গোল না খাওয়া পর্যন্ত দল জাগছে না। এরকম কেন হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। টিভি রিপ্লেতে দেখতে হবে কোথায় কোথায় ভুল হচ্ছে।
কোচ হুয়ান ফেরান্দো আবার তোপ দাগেন রেফারির উদ্দেশ্যে, আমরা সুযোগ পেয়েছিলাম। কিন্তু বিরতির পরের ৪৫ মিনিটটাকে রেফারি তো ৫ মিনিটে নামিয়ে আনলেন। এখন থেকে আমরা ২০ মিনিট অনুশীলন করলে ৫ মিনিট খেলার জন্য নিজেকে তৈরি করবো। তবে শেষপর্যন্ত কোনও দলই এসিএলে খেলার সুযোগ পাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে এএফসির এক সিদ্ধান্তে।
পরের ম্যাচে রয় কৃষ্ণা নেই লাল কার্ড দেখায়। এই বিষয়ে ফেরান্দোর বক্তব্য, আমাদের এখন মাথা ঠান্ডা রাখতে হবে। তবে আমি শনিবার থেকে বেঙ্গালুরু ম্যাচ নিয়ে ভাবা শুরু করবো। বেঙ্গালুরু ম্যাচ না জিতলে অবশ্য মোহনবাগানের আর এক নম্বরে ওঠার কোনও সম্ভাবনা থাকবে না।