ত্রিপোলি: লিবিয়ার মরুভূমিতে (Libyan Desert) মেলেনি একফোঁটাও জল। দেশ ছেড়ে মরুভূমি পেরোতে গিয়ে মৃত্যু হল অন্তত ২০ শরণার্থীর। উদ্ধারকারী দল মরুভূমিতে তাঁদের দেহগুলি উদ্ধার করে। পাশে পড়েছিল একটি ট্রাক। ওই ট্রাকে তাঁরা মরুভূমির সীমান্ত পেরিয়ে অন্যত্র যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। মাঝপথে ট্রাকটি খারাপ হয়ে যায়। উদ্ধারকারী দলের অনুমান, ওই মৃতদেহ অন্তত দু’সপ্তাহ আগের। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।
সম্প্রতি, লিবিয়ার জলসীমায় নৌকা নিয়ে ভূমধ্যসাগর দিয়ে পালাতে গিয়ে মহিলা, শিশু সহ তিরিশজনের মৃত্যুর খবর মেলে। যদিও তাঁদের কারও দেহ উদ্ধার হয়নি।
আরও পড়ুন : Pakistan in a terrible crisis | বিদ্যুৎ সংকট, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে পারে পাকিস্তানে