আসানসোল: ইস্কো কোলিয়ারির বালির বাঙ্কারে দুষ্কৃতী হামলা। নিরাপত্তারক্ষীকে পিটিয়ে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। শনিবার রাতে এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকর রামনগরে সেইল আইএসপি বা ইস্কো কোলিয়ারির বালির বাঙ্কারে। এই ঘটনায় গুরুতর জখম বেসরকারি সংস্থার এক নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষীর চিকিৎসা চলছে এক বেসরকারি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীরা ঝাড়খন্ডের বাসিন্দা বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, শনিবার রাতে আসানসোলের কুলটি থানার বরাকরের রামনগরে ইস্কো কোলিয়ারির বালি ঘাটে সশস্ত্র অবস্থায় পাহারা দিচ্ছেলেন বেসরকারী সংস্থার ৪ জন নিরাপত্তা রক্ষী। রাত সাড়ে ১২ টা নাগাদ ২০ থেকে ২৫ জনের দুষ্কৃতীদের একটি দল সেখানে ঢুকে পড়ে। নিরাপত্তা রক্ষীরা তাদেরকে দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেন। বাঁধা পেয়ে দুষ্কৃতিরা নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়। দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের ধস্তাধস্তি হয়। সংখ্যায় দুষ্কৃতীরা অনেক বেশি থাকায় নিরাপত্তা রক্ষীরা সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এরপর তারা বিদ্যুৎ চট্টোপাধ্যায় নামে এক নিরাপত্তারক্ষীকে পিটিয়ে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় ইস্কোর তরফে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিন সকালে ঘটনাস্থলে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদি। তিনি বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।’