ডিজিটাল ডেস্কঃ দিনেদুপুরে অপহরণের চেষ্টায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কলকাতা রাজারহাট অঞ্চলে। জানা গেছে, ২০ শে ফেব্রুয়ারি দুপুরে রাজারহাট বাজে তরফের বাসিন্দা দুই নাবালক স্কুলছাত্রী জেরক্স করার জন্য বাগু এলাকায় আসে। সে সময় একটি স্করপিও গাড়ি থেকে তাঁদেরকে নানান কটূক্তি করা হয়। এরপর গাড়ির মধ্যে থাকা যুবক নাবালিকাদের হাত ধরে টানাটানি করে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। কোনভাবে তাঁদের হাত থেকে বেঁচে যায় ওই দুই নাবালিকা। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে গাড়ি নিয়ে তড়িঘড়ি চম্পট দেয় অভিযুক্তরা। এরপর রাজারহাট থানা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। এবং গতকাল রাতে রাজারহাট চৌমাথা থেকে গাড়ি সমেত চারজনকে আটক করা হয়। ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের কি শাস্তি হয়,সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ লক্ষাধিক টাকা প্রতারণার হদিশ