লাহোর: ফের জঙ্গি হামলা পাকিস্তানে (Pakistan)। মসজিদের পর এবার থানায় হামলা চালাল জঙ্গিরা। পঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালি জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ২০-২৫ জন জঙ্গি মিয়াঁওয়ালি থানা ঘিরে ফেলে। এরপর থানায় ঢুকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। আচমকা এই ঘটনায় প্রথমে হতচকিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পাল্টা জবাব দেয় তারা। দু’পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে। পাল্টা আক্রমণের মুখে পড়ে থানা ছেড়ে পালায় জঙ্গিরা। পঞ্জাব পুলিশের জানানো হয়েছে, জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। তাদের যোগ্য জবাব দিয়েছেন পুলিশকর্মীরা। পালটা গুলিতে বেশ কয়েক জন জঙ্গি আহত হয়েছে। তবে কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। পাক পুলিশের তদন্তে উঠে এসেছে, কাউকে বার্তা দিতে নয়, বদলা নিতেই পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জঙ্গিবিরোধী কার্যকলাপ চালানো পুলিশের মনোবল ভেঙে দেওয়াই এই হামলার উদ্দেশ্য ছিল বলে মনে করছে পেশোয়ার পুলিশ। সোমবার দুপুর ১.৪০ টায় পেশোয়ারের পুলিশ লাইনে একটি মসজিদের অভ্যন্তরে বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ সূত্রের খবর, এটা ছিল আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হামলাকারী বেশ কয়েকটি ব্যারিকেড পেরিয়ে মসজিদ চত্বরে পৌঁছেছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন: Rishi Sunak | ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না ব্রিটেন, জানালেন সুনক