কোচবিহার: মহিলার সোনার হার ছিনতাইয়ের চেষ্টা। জনরোষ থেকে বাঁচতে সেটিকে পাশের নর্দমায় ছুঁড়ে ফেলল দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কোচবিহারের পঞ্চারঙ্গি এলাকায়। ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম, সমীর চৌহান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকায় এক মহিলার সোনার হার ছিনতাই করে পালাচ্ছিল দুই যুবক। তার মধ্যে একজন স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সেখানে পৌঁছায়। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত অপর যুবক পলাতক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, হারটি নর্দমায় ফেলে দিয়েছে সে। পরে তাকে ফের ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেটি উদ্ধার করা হয়। পলাতক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।