রায়গঞ্জ: চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টার অভিযোগে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম বিদ্যুৎ ঘোষ, সে মালদার বাসিন্দা। অভিযোগ, ওই যুবক নিজেকে স্বাস্থ্য দপ্তরের কর্মী পরিচয় দিয়ে দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এদিন উত্তর দিনাজপুরের সিএমওএইচ অফিসে দাঁড়িয়ে যুবক-যুবতীদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করছিল। সেই সময় অফিসের কর্মীদের সন্দেহ হয়। তাঁরা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করেন ও তার ব্যাগে তল্লাশি চালান। ব্যাগ থেকে উদ্ধার হয় চাকরি প্রার্থীদের নথিপত্র। এরপর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে আটক করেছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মা জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।
আরও পড়ুনঃ কুশমণ্ডিতে মুখোশ নৃত্যের মধ্য দিয়ে শুরু হল গম্ভীরা মেলা