রাঁচি: বন্ধুদের মধ্যে বিবাদ। যার জেরে নৃশংসভাবে এক কিশোরকে খুন করল তারই এক বন্ধু। তারপর প্রমাণ লোপাট করতে কিশোরের দেহ টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে গভীর জঙ্গলে ফেলে আসে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। অবশেষে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অবিনাশ। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল ওই কিশোর। তারপর পরিবারের লোকেরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মৃত কিশোরের এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদের পরই সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে।
ওই কিশোর জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ রোহিণী গ্রামে আক্রান্তের বাড়ির সামনেই তার সঙ্গে দেখা হয়। এরপর তারা একসঙ্গে হেঁটে কুমারবাদ স্টেশন রোডের দিকে যেতেই সেখানে অবিনাশ আসে। তারা তিনজনে জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই সময়ই অবিনাশের সঙ্গে মৃত কিশোরের ঝগড়া শুরু হয়। ক্রমে ঝগড়া এমন জায়গায় পৌঁছোয়, অবিনাশ পকেট থেকে একটা ছুরি বের করে কিশোররের বুকে কোপ বসায় এবং তার গলা কেটে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলেটির। পুলিশ জঙ্গল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিজের অপরাধ স্বীকারও করেছে। কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial