ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) এজলাসে ভদ্রেশ্বর তেলিনিপাড়া মহাত্মা গান্ধি বিদ্যাপীঠের কানসার আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মা দ্বারস্থ হয়েছিলেন। ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ তুলেছিলেন, শিক্ষিকার বেতন থেকে বিনা নোটিশে ৮০০০ টাকা কেটে নেওয়ার ও শিক্ষিকার গ্রেড পে বৃদ্ধির বিষয়টি চেপে যাওয়ার। বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রধান শিক্ষককে এজলাসে ডেকে পাঠান এবং সওয়াল জবাবের শেষে প্রধান শিক্ষককে তাঁর পদ থেকে সরিয়ে দেন। কিন্তু এবার ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, প্রধান শিক্ষক রাতের অন্ধকারে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে স্কুলে ঢুকেছিলেন। এবং সে সময় অন্ধকার যাতে নিশ্চিত থাকে সে জন্য বন্ধ করে দিয়েছিলেন স্কুলের বিদ্যুৎ সংযোগ। ঘটনাটি শুনে ইতিমধ্যে চন্দননগর পুলিশ কমিশনারকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি আগামী ৭ ই জুনের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত এই মামলা ঘিরে ক্রমশ চাঞ্চল্য বাড়ছে।
আরও পড়ুন: আনিস খান মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর স্বীকারোক্তি রাজ্যের