নিউজ ডেস্ক: মেলবোর্ন টেস্ট চলাকালীন দর্শক আসনে উপস্থিত ছিলেন এক করোনা আক্রান্ত ব্যক্তি। আর তাতেই বাড়ছে উদ্বেগ। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) তরফে জানানো হয়, মেলবোর্নে চলছে বক্সিং ডে টেস্ট। আর সেই টেস্ট চলাকালীন মেলবোর্নের গ্যালারিতে হাজির ছিলেন তিনি। ইতিমধ্যেই ওই সমর্থকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
A pop-up testing site will be set up at the MCG today, Wednesday January 6, and will operate from 12noon to 7pm.
— Melbourne Cricket Club (@MCC_Members) January 6, 2021
এমসিসি এক বিবৃতিতে বলে, ‘গত ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত যাঁরা গ্রেট সাউর্দান স্ট্যান্ডের জোন ৫-এ বসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত তাঁদের নিভৃতবাসে থাকার আর্জি জানানো হচ্ছে।’
ভারত এবং অস্ট্রেলিয়ার সিরিজে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতেও আংশিক দর্শক ছিলেন। এমসিসির তরফে জানানো হয়েছে, গত ২৭ ডিসেম্বর বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে মাঠে হাজির ছিলেন ওই সমর্থক। তবে সেই সময় তিনি সংক্রমিত ছিলেন না। তাঁর আশপাশে যাঁরা বসেছিলেন, তাঁদের আইসোলেশনে থেকে করোনা পরীক্ষা করে নেওয়ার আর্জি জানানো হয়েছে।