India Vs Australia: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

443

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে শুরু হল ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। শুক্রবার সিডনিতে প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখবর লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৯ ওভারে বিনা উইকেটে ৪৯ রান করেছে।

এই ম্যাচে ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, চাহাল, সাইনি, জসপ্রীত বুমরাহ।

- Advertisement -

ভারতীয় দলের দুমাস ব্যাপী অস্ট্রেলিয়া সফর এদিন থেকে শুরু হল। এই সফরে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের, তিনটি টি২০ ও চারটি টেস্ট ম্যাচ খেলবে। সফর শুরুর আগে ভারতীয় দলকে সিডনিতে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হয়েছে।