ঈশ্বরের সাধনায় নির্জন-নিভৃতে গিয়ে জপতপ করতেন সাধকরা। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পদ্ধতি। সাধনাকে বহু দূরে ঠেলে দিয়ে পুণ্য অর্জনের নামে একদল মানুষ এখন মেতে উঠেছে উশৃঙ্খলতায়। তারফলেই রবিবার হারিয়ে গেল দশটি তরতাজা প্রাণ। প্রতি বছরই শ্রাবণ মাসে ‘পূণ্যার্থী’ এর নামে ডিজি বাহিনীর তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষজন। তবুও নির্বিকার প্রশাসন থেকে অভিভাবক সকলেই৷ এই মৃত্যুর দায় কার? জানতে দেখুন ময়নাতদন্ত।
অনুব্রত গ্রেপ্তার হতেই বিস্ফোরক ‘মানবাধিকার কর্মী’
একটি ভিডিও বার্তা প্রকাশ করে অনুব্রত মণ্ডলের ‘অত্যাচার’-এর কথা তুলে ধরে ছেন আউশগ্রামের ‘মানবাধিকার কর্মী’ সঙ্গীতা চক্রবর্তী।
Read more