কোচবিহার, ৮ মেঃ কোচবিহার-১ ব্লকের মোয়ামারি নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করল জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষ। বুধবার স্থানীয়দের সঙ্গে আইন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন জেলা আইনি সহায়ক দেবত্তম দাস, মহম্মদ জাকির হোসেন ও তরুণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি ইয়াসমিন সহ আরও অনেকে। জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, স্বাস্থ্য, নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে এদিনের এই কর্মসূচি।