বুনিয়াদপুর: বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার প্রতিরোধে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বংশীহারিতে। শনিবার বংশীহারি(Bangshihari) সিহল হাইস্কুল ও বেলপুকুর হাই মাদ্রাসায় ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সহ শিশু ও নারী পাচার নিয়ে সচেতন করা হয়। শিশুশ্রম যে আইনত অপরাধ সে বিষয়ে অবহিত করা হয়। কোথাও এ ধরনের কাজ চোখে পড়লেই আইনি পরিষেবা কর্তৃপক্ষের নজরে আনার পরামর্শ ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করতেও বলা হয়। আগামী দিনে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের কতটা ভূমিকা আছে তা বোঝানো হয়। দুটি স্কুলে এই শিবিরে মোট ১০০ জন ছাত্রী অংশ নেয়। শিবিরে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে উপস্থিত ছিলেন নাসিম রেজা, আফতাব হোসেন, শম্পা মণ্ডল সহ অন্যান্যরা।