খড়িবাড়ি: লিঙ্গ বৈষম্য দূরীকরণে এবং নারী সমাজের ওপর হিংসা প্রতিরোধের লক্ষ্যে খড়িবাড়িতে সচেতনতা শিবির করল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেল্থ অ্যাসোসিয়েশন। সোমবার এই সংগঠনের উদ্যোগে খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সচেতনতামূলক শিবিরটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে খড়িবাড়ি ও নকশালবাড়ির এলাকার বিভিন্ন গ্রাম থেকে ৬০ জন মহিলা অংশ নেন।
কীভাবে সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা সম্ভব, তা নিয়ে এদিন শিবিরে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন পরিবারে নারীদের ওপর হিংসা কিংবা নির্যাতন কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, সে বিষয়ে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত মহিলাদের সচেতন করা হয়। পাশাপাশি এদিন সচেতনতা শিবিরে বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য নিয়েও আলোচনা করেন সংস্থার উত্তরবঙ্গ শাখার প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি, ট্রেনিং কোঅর্ডিনেটর শ্যামশ্রী চৌধুরী প্রমুখ। প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি জানান, নারীদের ওপর পারিবারিক হিংসা নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং করা হচ্ছে। আগামীদিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে লক্ষ্য পূরণের জন্য প্রচেষ্টা চালানো হবে।