আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা যক্ষ্মা বিভাগের আলিপুরদুয়ার পুরসভা যক্ষ্মা ইউনিটের উদোগ্যে যক্ষ্মা দিবসে ম্যাজিকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করা হল। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আউটডোর বিভাগের সামনে ম্যাজিক দেখানো হয়। ম্যাজিশিয়ান বৈদ্যনাথ ঘোষ জানান, জেলা হাসপাতাল ক্যাম্পাসে যক্ষ্মা দিবসে যক্ষ্মা বিষয়ে সচেতনতা ম্যাজিকের মাধ্যমে করা হয়। এছাড়া আলিপুরদুয়ার শহরের মনোজিৎ নাগ বাস স্ট্যান্ড, কলেজ হল্ট সহ শহর সংলগ্ন বীরপাড়া চৌপথী, বাবুরহাট এলাকাতেও ম্যাজিক দেখানো হয়েছে।
আলিপুরদুয়ার পুরসভা যক্ষ্মা বিভাগের সিনিয়ার ট্রিটমেন্ট সুপারভাইসার বাপ্পা দত্ত জানান, পশ্চিমবঙ্গ স্বাস্থ দপ্তরের আইসি বিভাগের একজন শিল্পীকে পাঠিয়েছেন। তিনি জেলার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ম্যাজিক দেখাচ্ছেন। ২২-২৭ মার্চ পর্যন্ত চলবে সচেতনতার মাধ্যমে এই ম্যাজিক শো।
আরও পড়ুন : সিডব্লিউসি নেই তিন জেলায়, সমস্যায় নাবালক-নাবালিকারা