উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার নেটিজেনদের ক্ষোভের মুখে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। তবে সোশ্যাল মিডিয়ায়(social media) অভিযোগের জবাব দিলেন পরিচালক। গত বুধবার ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার প্রকাশ্যে আসে। সোমবার সকাল পর্যন্ত তা ১ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। ট্রেলারের একটি দৃশ্যে রণবীর কাপুরের(Ranbir Kapoor) চরিত্র ‘শিবা’ জুতো পরে মন্দিরে প্রবেশ করছে। এতেই চটে যান নেটিজেনদের একাংশ। এর বিরুদ্ধে সেন্সর বোর্ডের ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত প্রকাশ করা হয়। এর জন্য ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পাশাপাশি বলিউডকেও বয়কটের ডাক দেওয়া হয়। এর সমস্ত সমালোচনার জবাব দিয়ে অয়ন জানান, মন্দিরে নয় ছবির ওই দৃশ্যে দেখানো হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছে ‘শিবা’। পরিচালকের বাড়িতেও বেশ অনেকদিন যাবৎ দুর্গাপুজো বেশ ধুমধাম করে হয়। তাই তিনি রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল। ছবির পেছনে প্রচুর মানুষের রক্তজল করা পরিশ্রম রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
ডিলিট করা যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? জেনে নিন কীভাবে…
ডিজিটাল ডেস্ক : এবার থেকে ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীরা তাদের অ্যাপ থেকে ডিলিট করে ফেলতে পারবেন নিজেদের অ্যাকাউন্ট। তবে শুধুমাত্র যারা...
Read more