নয়াদিল্লি, ১৬ অক্টোবরঃ অবশেষে ৪০ দিন পর শুনানি শেষ হলেও অযোধ্যা জমি বিতর্ক মামলার রায় দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। ২৩ দিন বাদে আগামী ৯ নভেম্বর রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে মামলায় অংশগ্রহণকারীদের লিখিত বক্তব্য পেশ করতে নির্দেশ দিল আদালত।
বুধবার আদালতে বিভিন্ন পক্ষের বাকবিতণ্ডার পর শুনানি চলাকালীন রাম জন্মভূমির জমির মানচিত্র আদালতে পেশ করেছিলেন হিন্দু মহাসভার পক্ষের আইনজীবী। কিন্তু সেই সেই মানচিত্র আদালতের মধ্যেই ছিঁড়ে টুকরো টুকরো করে দেন মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধাওয়ান। তারপরেই বিকেল চারটে নাগাদ আদালত জানিয়ে দেয়, ২৩ দিন পর এই মামলার রায় দেওয়া হবে।