দেশশিরোনামতিহার জেলে বাবা রামদেবের যোগ শিবিরBy Digital Webdesk - June 18, 2018154নয়াদিল্লি, ১৮ জুনঃ আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস। তার আগে রবিবার তিহার জেলে বাবা রামদেব পরিচালিত একটি শিবির আয়োজিত হয়েছিল। জানা গিয়েছে, এই যোগ শিবিরে প্রায় ১১ হাজার জেলবন্দি অংশগ্রহণ করেন। বাবা রামদেব নিজে উপস্থিত থেকে যোগাসন শেখান।