ডিজিটাল ডেস্কঃ আগামীকাল আসানসোল পুরনিগমের নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে জমজমাট রাজনৈতিক ময়দান। আসানসোলের ১০৬টি ওয়ার্ডের ভাগ্য নির্ধারণ হবে কাল। জোরদার লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এবার বিজেপিকে কিন্তু বাবুল প্রসঙ্গ যথেষ্ট বেগ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় যতদিন বিজেপি সাংসদ ছিলেন ততদিন একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছেন আসানসোলে। এমনকি তৃণমূলের তরফ থেকেও তৎকালীন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বিশেষ বড় কোনো অভিযোগ ছিলনা কোনোকালেই। সেই বাবুল সুপ্রিয়র কেন্দ্রে মন্ত্রীত্ব চলে যাওয়া আসানসোলবাসীরা খুব একটা ভালোভাবে নেননি। যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়টিকে মোটেই গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যদিকে তৃণমূল অবশ্য যথেষ্ট আশাবাদী আসানসোলে এবার তাঁরাই পুরবোর্ড গঠন করবে বলে। একইসাথে ভোট বিশেষজ্ঞরা মনে করছেন, আসানসোল পুরনিগমে তৃণমূল এবং বিজেপির মধ্যে জোরদার লড়াই হলেও শেষ বাজি কিন্তু তৃণমূলই জিতবে। আপাতত রাত পোহালেই আসানসোল পুরনিগমের ভোট এবং সেই ভোট নিয়ে ক্রমশ বাড়ছে উত্তাপ।
আরও পড়ুনঃ পুরভোটে মুখ্যসচিবের অব্যহতি চেয়ে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের