ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আগেই নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বঙ্গ বিভূষণ দেবার জন্য মনোনীত করেছিল রাজ্য সরকার। কিন্তু এই পুরস্কার গ্রহণ করতে অমর্ত্য সেন (Amartya Sen) ছিলেন নারাজ। আর তা বোঝা যায় নোবেল জয়ীর মৌনতায়। কিন্তু এবার অমর্ত্য সেনকে বঙ্গ সিপিএম নেতৃত্বের তরফ থেকে পুরস্কৃত করা হল। জানা গিয়েছে, তাঁর লেখা একটি বইয়ের জন্য মুজফফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। আর এই নিয়ে কার্যত অমর্ত্য সেনকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি অমর্ত্য সেনকে পর্যটক হিসাবে বর্ণনা করেছেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে অমর্ত্য সেন বেরোতে পারেননি বলে কটাক্ষ করেছেন বাবুল। বাবুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় নোবেল জয়ী অমর্ত্য সেন কিছু না বললেও বাবুল সুপ্রিয়র এহেন মন্তব্যকে তীব্র সমালোচনা করছেন রাজনৈতিক মহলের অনেকেই।
দশে দশ | 16.08.2022
উত্তরবঙ্গ-রাজ্য-দেশ। বাছাই করা দশ খবর, এক ঝলকে
Read more