ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক চর্চা। পাশাপাশি গেরুয়া শিবিরের দুই হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজের চিঠি এবং বরখাস্ত করার পর বিতর্ক আরো কয়েকগুণ বেড়েছে। এই অবস্থায় গেরুয়া শিবিরের প্রতি তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বাবুল সুপ্রিয় দুটি টুইট করেছেন যার মাধ্যমে তিনি জানিয়েছেন, বিজেপি সম্পর্কে তিনি যা ভবিষ্যদ্বাণী করেছিলেন তা আজকে জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির সাংবাদিক সম্মেলনে শোনা গিয়েছে। একই সাথে বঙ্গ বিজেপিকে তিনিই ‘অজন্তা সার্কাস’ বলে অভিহিত করেছেন। বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, বাংলায় বিজেপির যারা অভিজ্ঞ নেতা এবং যারা রাজ্যের হয়ে কাজ করতে চান তাঁরা বিভিন্ন জেলায় ইস্তফা দিচ্ছেন এবং তৃণমূলে যোগ দিচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয়র এই দাবী গেরুয়া শিবিরের ফাটল আরও স্পষ্ট করে তুলল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অধিকাংশ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরো পড়ুন : এবার বড়োসড়ো বিতর্কে জড়ালেন এনসিপি সাংসদ