শিলিগুড়ি: ফের আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হল বাগডোগরা থেকে। ভুটানের ড্রুক এয়ার সংস্থা বাগডোগরা হয়ে ব্যাংকক পর্যন্ত বিমান পরিষেবা চালু করতে চলেছে। করোনা সংক্রমণের জেরে এই পরিষেবা বন্ধ ছিল। আগামী ৪ জুলাই থেকে ফের ভুটান থেকে বাগডোগরা হয়ে ব্যাংককের বিমানযাত্রা শুরু হবে বলে খবর। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পর্যটন মহল।
বাগডোগরা বিমানবন্দর আন্তর্জাতিকমানের করার দাবি দীর্ঘদিন ধরেই। বর্তমানে যেভাবে বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে বিমানবন্দর সম্প্রসারণেরও দাবি উঠেছে। খুব দ্রুত সেই কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। পর্যটন মহলের মতে, কলকাতার পর শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এখান থেকে নিয়মিত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতরা যথেষ্ঠই উপকৃত হবেন।
আরও পড়ুন : প্রথম দিনই দেরিতে সীমান্ত অতিক্রম করল মিতালি এক্সপ্রেস