আশিস মণ্ডল, সিউড়ি: বগটুই কাণ্ডে ধৃত দুই নাবালকের জামিন মঞ্জুর করল সিউড়ি জুভেনাইল আদালত। হত্যাকাণ্ডের সঙ্গে ওই দুই নাবালকের কোনও যোগ নেই বলে মনে করেছেন বিচারক। তাই তাদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন।
চলতি বছরের ২১ মার্চ রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। খুনের বদলা নিতে বগটুই গ্রামে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় এক নাবালিকা সহ মোট ৯ জনের। এই খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে ২৫ মার্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত শুরু করে। তৃণমূল নেতা আনারুল হোসেন সহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে দুজন নাবালক। ঘটনার পর দিন তাদের বগটুই এবং কাষ্ঠগড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সিউড়ি জুভেনাইল আদালতে জামিন পায় ধৃত দুই নাবালক। সরকারি আইনজীবী অনিন্দ্য সুন্দর বলেন, ‘সিবিআইয়ের আইনজীবী জামিনে আপত্তি জানালেও বিচারপতি ওই ঘটনায় দুজনের সেরকম ভূমিকা না থাকায় জামিন মঞ্জুর করেন। তবে একমাস গ্রামে ঢুকতে পারবে না ওই দুই নাবালক।’
অন্যদিকে, রবিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সিবিআইয়ের জেরার পর সোমবার ফের মিহিলাল শেখ ও তার ভাইপো কিরণ শেখকে জেরার জন্য রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ কুমাড্ডা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মিহিলাল ও কিরণ শেখকে সিবিআই তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে আসে। বগটুই কাণ্ডে এই মিহিলাল ও কিরণ শেখ অন্যতম সাক্ষী। তাদের জেরা করে বগটুই কাণ্ডে জাল গোটাতে চাইছে সিবিআই।
আরও পড়ুন : স্কুলে সাকুল্যে শিক্ষক একজন, তিনিও অনুপস্থিত, বিপাকে পড়ুয়ারা