বালুরঘাট : লকডাউনের মধ্যেই ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত তিনটি দোকান। এদিন সকালে বালুরঘাট শহরের খিদিরপুর শিবমন্দির এলাকার ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শিবমন্দির বাজার এলাকার তিনটি দোকানই একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।
বাসিন্দারা লকডাউনকে উপেক্ষা করে আগুন নেভানোর কাজে হাত লাগালেও আগুন আয়ত্তে আনা যায়নি। দোকানে আগুন লাগার খবর পেয়েই, এলাকায় আসে দমকল বিভাগের কর্মীরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল আগুন নিয়ন্ত্রণ করে। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
দমকল ও বাসিন্দাদের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল ভস্মীভূত হয়ে যাওয়া কোন একটি দোকানে। এরপর ওই আগুনই ছড়িয়ে পড়ে অন্য দোকানগুলিতে। মোবাইল সামগ্রী বিক্রির দোকান, বিউটি পার্লার ও একটি জুতার দোকান একেবারেই ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে দাবি দোকান মালিকদের।
জানা গেছে, লকডাউনের জেরে বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার স্থানীয় বাজার বন্ধ রয়েছে। ওই এলাকার দোকানপাট বেশ কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে। তবে ব্যবসায়ীরা প্রতিদিন সকালবেলা দোকান খুলে পরিষ্কার করে যান।
এক দোকান মালিক আশিক সরকার জানান, এদিন সকালেও দোকান খুলে পরিষ্কার করে, দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। খানিকক্ষণ পরেই খবর পাই দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু আমার দোকান নয়, পাশের দুটো দোকানও পুড়ে গিয়েছে। কিভাবে ওই আগুন লাগল এখনও বুঝতে পারছি না।