ডিজিটাল ডেস্কঃ খুব সম্ভবত আগামী বছরে হতে চলেছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন(Panchayat Elections)। পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির তৎপরতা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের জেলায় জেলায় হচ্ছে সমবায় নির্বাচন। আর এই সমবায় নির্বাচনকে হাতিয়ার করে নিয়েছে শাসক-বিরোধী উভয় দল। প্রত্যেকেই এই সমবায় ভোটের মাধ্যমে নিজেদের ক্ষমতা যাচাই করে নিতে চাইছে। কোন জায়গায় শাসকদলের কাছে টিকতেই পারছে না বিরোধীরা, আবার কোন জায়গায় বিরোধীরা জোট বেঁধে শাসকদলকে হারিয়ে দিচ্ছে।
কার্যত নানান কৌশলে একে অপরকে চেষ্টা করছে টেক্কা দেওয়ার। এই পরিস্থিতিতে এবার মহিষাদল ব্লকের তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের ব্যাপকভাবে জয় পেল তৃণমূল। বিরোধীরা চেষ্টা করেও শাসকদলের জয় আটকাতে পারল না। প্রসঙ্গত, নন্দকুমারে কিন্তু বাম এবং রাম অর্থাৎ সিপিএম এবং বিজেপি জোট বেঁধে তৃণমূলকে হারিয়েছিল। তারপর থেকেই দেখা যাচ্ছে, বিভিন্ন সমবায় ভোটে বাম-রাম জোট বেঁধে সমবায় নির্বাচন লড়ছে। এই একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছিল তালুক গোপালপুর সমবায় নির্বাচনেও কিন্তু এখানে দেখা গেল বিরোধীদের এই কৌশল মুখ থুবড়ে পড়েছে তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে।
সেখানে মোট আসন ৬২টি। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ টিতেই জয়লাভ করেছিল তৃণমূল। এরপর ৫০ টি আসনে নির্বাচন হয়। আর তাতে ভোটার ছিল ১৭২৩ জন। ৫০ এর মধ্যে ৪৯ টি আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল। একটিমাত্র আসনে বিরোধীরা জোট বেঁধে জয় এনেছে। সমবায় নির্বাচনে বিরোধীদের এই জোটবদ্ধ পদক্ষেপ কি পঞ্চায়েত নির্বাচনেও দেখা যাবে? যদি বিরোধীরা এভাবে জোট বাঁধে, তাহলে কি বড় নির্বাচনে শাসকদলকে আটকাতে পারবে? সমস্ত প্রশ্নের উত্তরই পাওয়া যাবে আগামী রাজ্য পঞ্চায়েত নির্বাচনে।