কলকাতা: হাইওয়েতে দুটি বাইকের রেষারেষিতে মৃত্যু হল ৩ যুবকের। আহত হয়েছেন আরও এক যুবক। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বামনঘাটা বকডোবা এলাকায় বাসন্তী হাইওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল, রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিৎ লাহা। আহত রাকেশ দাস হাসপাতালে চিকিৎসাধীন।
বামনঘাটা থেকে বেরিয়েছিলেন রাহুল নস্কর, জয় গায়েন। যাচ্ছিলেন সায়েন্স সিটির দিকে। কারও মাথায় হেলমেট ছিল না। বকডোবা এলাকায় শুভজিৎ লাহা ও রাকেশ দাসের সঙ্গে বাইক নিয়ে রেষারেষি করছিলেন ওই দুই যুবক। সেইসময় পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন চার যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: Terrible fire at Belur factory | বেলুড়ে কারখানায় ভয়াবহ আগুন