ঘোকসাডাঙ্গা: মদনকাম পুজো উপলক্ষ্যে বাঁশের মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা প্রামানিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সহ নিমন্ত্রিত অতিথিরা। এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরায় দেখতে মাঠে ভিড় জমান অনেকে। আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন এলাকার ১৪টি দল বাঁশের মিছিলে অংশ নেয়। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির তরফে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে প্রতিবছরই ঘোকসাডাঙ্গায় বড় ধরনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে বেশ কয়েকবছর থেকে তা বন্ধ ছিল। এবার আবার তা শুরু হওয়ায় খুশি সকলে। উত্তরবঙ্গের সংস্কৃতির ধারায় রাজবংশী সমাজের মদনকাম তথা বাঁশ পুজোর প্রচলন সুপ্রাচীনকালের। আধুনিকতার ছোঁয়ায় প্রায় হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই রীতিগুলি। আর নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এবং প্রাচীন সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে এদিন অনুষ্ঠিত হল প্রতিযোগিতামূলক বাঁশের মিছিল।
আয়োজক কমিটির তরফে লক্ষপতি বর্মন জানান, বাঁশের মিছিল নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। আগামী বছর আরও বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন : গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ