শামুকতলা: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল বন দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ ব্লকের শামুকতলা লালপুল এলাকায়। আচমকা হানা দিয়ে এক ঠেলাগাড়ি বোঝাই চোরাই শাল কাঠ উদ্ধার করে দক্ষিণ রায়ডাক রেঞ্জের বনকর্মীরা। যদিও বনকর্মীদের উপস্থিত টের পেয়ে ঠেলাগাড়ি ফেলে রেখেই চম্পট দেয় পাচারকারীরা। পিছু ধাওয়া করেও পাচারকারীদের টিকির নাগাল পাননি অভিযানরত বনকর্মীরা।
দক্ষিণ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার শুভায়ূ সাহা জানান, পাচারের আগেই অভিযান চালিয়ে প্রায় ১২ সিএফটি চোরাই শালকাঠ উদ্ধার করা হয়েছে। কাঠ পাচারের কাজে ব্যবহৃত ঠেলাগাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। বন্যপ্রাণ এবং জঙ্গল রক্ষায় এধরণের তল্লাশি অভিযান লাগাতার চলবে। পালিয়ে যাওয়া দুস্কৃতিদের খোঁজ চলছে।