শিলিগুড়িঃ বই মেলায় নজর কেড়েছে পানের দোকান। দোকানে মিলছে হরেক রকম পান। বই কেনার পাশাপাশি অনেকেই ভিড় জমাচ্ছেন বইমেলার পানের স্টলে। মেলার স্টলে পান বিক্রি করে ভালই মুনাফা হচ্ছে বিক্রেতাদের। পাশাপাশি ক্রেতারাও খুশি পান জর্দা পেয়ে।
শিলিগুড়ি (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে জমে উঠেছে ৪০ তম উত্তরবঙ্গ বইমেলা। ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। বই মেলায় পুস্তকালয়ের পাশাপাশি বসেছে রকমারি দোকান। খাবারের স্টল থেকে শুরু করে প্রসাধনী দোকান। এর মধ্যে সবচেয়ে নজর কেড়েছে বেনারসি পানের দোকান। দোকানে গিয়েই দেখা গেল সেখানে বিকোচ্ছে নানান রকমের পান। ক্রেতাদের চাহিদা মতন বিক্রেতা পান বানিয়ে দিচ্ছেন। কোচবিহার থেকে রকমারি পানের সম্ভার নিয়ে বইমেলায় এসেছেন উৎপল দাস। তিনি জানালেন, তাঁর কাছে রয়েছে স্মোকি পান, ফায়ার পান, মিঠা পাতা পান, বানারস পাতার পান, জর্দা পান। যে যেমন চাইছেন, চোখের পলকে বানিয়ে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন পান। ২০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত রয়েছে এক একটি পানের দাম।
পান বিক্রেতা উৎপল দাস বলেন, “বই কিনতে এসে অনেকেই পান খোঁজেন তাই সব রকম পরিষেবা দেওয়ার জন্যই আমরা প্রস্তুত। উত্তরবঙ্গ বইমেলায় পানের জনপ্রিয়তা বেশ ভালই।’ পান কিনতে এসে গৌতম চৌধুরী বলেন, “আমি হামেশা পান খেতে পছন্দ করি, তাই বই কেনার পর পান খুজছিলাম, ঠিক সেই সময় মেলা প্রাঙ্গণেই পানের দোকান থাকাই খুব সুবিধা হয়েছে।”
আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার