কৌশিক শীল, বানারহাটঃ করোনা সংক্রমণ রুখতে জীবাণুনাশক স্প্রে করা হল বানারহাট বাজারে। আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার উদ্যোগে এবং বানারহাট এলাকার কয়েকজন সমাজসেবী ব্যবসায়ীর সহযোগিতায় বুধবার বানারহাট বাজার এলাকা জীবাণুমুক্ত করা হয়।
সাংসদ জন বারলা বলেন, ‘প্রতিটি চা বাগান যদি তাদের স্প্রে মেশিনগুলি দিয়ে সহযোগিতা করে এবং স্থানীয় ব্যবসায়ীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এলাকাকে জীবাণুমুক্ত করে তোলা সহজ হবে।’ পাশাপাশি ভিনরাজ্য থেকে যে সমস্ত শ্রমিকরা বাড়ি ফিরে এসেছেন তাঁদের অবাধে বিচরণের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ প্রশাসনকে একটু কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। ওই শ্রমিকদের আলাদাভাবে থাকা খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। তা না হলে এই সমস্যার সমাধান হবে না।’