ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশের জাতীয় সংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জনগণমন’। কিন্তু এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দেমাতরম’ গানটিকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার দাবি তুললেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। এই মর্মে তিনি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তিনি তার আবেদনে জানিয়েছেন, ‘বন্দেমাতরম’ এর প্রতি কোন রকম অসম্মান প্রদর্শন করা হলে তাহলে সেটিকে সমাজবিরোধী কার্যকলাপ বলে ধরতে হবে। একইসাথে ‘বন্দেমাতরম’ এর প্রচারের জন্য জাতীয় নীতি তৈরীর কথাও বলেছেন তিনি। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় দাবি করেছেন, ‘জনগণমন’ যেরকম রাষ্ট্রকে নজরে রেখে লেখা হয়েছে, সেখানে ‘বন্দেমাতরম’ রাষ্ট্রের চরিত্র ও রূপরেখাকে তুলে ধরেছে। তাই দুটি সংগীতকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কার্যত এই মামলা কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুনঃ দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভগবন্ত মানের, বরখাস্ত করলেন নিজের দলের মন্ত্রীকে