ডিজিটাল ডেস্ক : সামনেই আসছে ত্রিপুরার উপনির্বাচন। আর তাই নিয়ে আবারও জমে উঠেছে রাজনৈতিক লড়াই। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল একাধিকবার ত্রিপুরায় এসে রাজনৈতিক জমি বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থায় ত্রিপুরার উপনির্বাচন নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় পরীক্ষা। অন্যদিকে বিজেপিও পিছিয়ে থাকছে না। তৃণমূলের পর তাঁদেরও স্টার ক্যাম্পেনারের তালিকা প্রকাশ হয়েছে। আর সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-নেত্রী। জানা গিয়েছে, ত্রিপুরার উপনির্বাচনের স্টার ক্যাম্পে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee), সুকান্ত মজুমদার(Sukanta Majumder), রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly) এবং শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। মনে করা হচ্ছে, বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা ত্রিপুরার উপ নির্বাচনের প্রচারে ঝড় তুলবেন। সম্প্রতি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হয়েছে। বিপ্লব দেবের জায়গায় এসেছেন মানিক সাহা। খুব স্বাভাবিকভাবেই নয়া মুখ্যমন্ত্রীর কাছেও এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এই উপ নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটি দল নিজের নিজের জায়গা বুঝে নিতে পারবে। মনে করা হচ্ছে, ত্রিপুরার উপ নির্বাচন ঘিরে এবার জমে উঠবে সেয়ানে সেয়ানে টক্কর।
আরও পড়ুন : যোগী সরকারকে নিয়ম মেনে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট