ডিজিটাল ডেস্ক : গোটা ভারতে এই মুহূর্তে ঝড়ের গতিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। যেসব রাজ্যগুলির সংক্রমণ নিয়ে কমবেশি আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে, সেগুলি হল- মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি। তবে এবার কর্ণাটকও ওই তালিকায় ঢুকে পড়ল। কার্যত কর্ণাটকে জোরদার সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। তড়িঘড়ি বেঙ্গালুরু মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে নতুন করোনা বিধি নিষেধ চালু করা হয়েছে। বলা হয়েছে, যদি কোনো কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্টে তিনজন করোনা সংক্রামিতর খোঁজ পাওয়া যায়, তাহলে পুরো এলাকা কনটেইনমেন্ট জোন করে দেওয়া হবে। পাশাপাশি ঐ অ্যাপার্টমেন্ট কিম্বা কমপ্লেক্সের সমস্ত বাসিন্দাদের করোনা টেস্ট করানো হবে বলেও জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই বেঙ্গালুরু কর্পোরেশনের এই নতুন গাইডলাইন সংক্রমণ আটকাতে কতটা সফল হবে, এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ ২ লক্ষ ছাড়াল দেশের দৈনিক করোনা সংক্রমণ