ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু তার আগেই বাংলাদেশী ক্রিকেটারদের (Bangladeshi cricketers) অবস্থা সঙ্গিন হয়ে উঠেছে।প্রসঙ্গত জানা গিয়েছে, বৃহস্পতিবার সেন্ট লুসিয়া থেকে ডমিনিকা যাচ্ছিলেন ক্রিকেটাররা। তবে ক্রিকেটাররা বিমানে না গিয়ে সমুদ্রপথে যান। আর তাতেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। পাঁচ ঘন্টার যাত্রাপথের শুরুতে অবশ্য সবকিছু ঠিক ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উত্তাল হয়ে ওঠে মাঝ সমুদ্র। জাহাজ প্রবল দুলতে শুরু করে এবং যথারীতি কাহিল হয়ে পড়েন সবাই। অনেকেই বমি করেছেন জাহাজে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের ক্রিকেটাররা সমুদ্রযাত্রা নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত অসুস্থ অবস্থায় বাংলাদেশ ক্রিকেটাররা কিভাবে ম্যাচ শুরু করবেন তাই নিয়েই প্রশ্ন উঠছে।
বাংলাদেশে হিন্দুদের মন্দিরে ভাঙা হলো মূর্তি রাতের অন্ধকারে
ডিজিটাল ডেস্ক : বাংলাদেশে(Bangladesh) সংখ্যালঘু হলো হিন্দু সম্প্রদায়। তাই মাঝে মাঝেই হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত নেমে আসে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের।...
Read more