হেমতাবাদ: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইমন প্রামাণিক (১৯)। বাড়ি বাংলাদেশের নাটোর জেলার কৃষ্ণপুর গ্রামে। সোমবার রাতে ভারত-বাংলাদেশ সীমানা থেকে ২০০ মিটার দূরে হেমতাবাদ ব্লকের মালোন হাটখোলা এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, সোমবার রাতে মালোন হাটখোলা এলাকায় ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে যুবককের পরিচয় জানতে পারে। এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাঁটাতারের নীচ দিয়ে অবৈধভাবে ভারতে এসেছিল ওই যুবক। তার কাছে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে কী কারণে, কার সহযোগিতায় ওই যুবক ভারতে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
১০টি সোনার বিস্কুট সহ এক যুবককে আটক করল বিএসএফ
হিলি: ১০টি সোনার বিস্কুট সহ এক যুবককে আটক করল বিএসএফ। বুধবার গভীর রাতে হিলির ভারত বাংলাদেশ (Bangladesh)সীমান্তে সন্দেহবশত এক যুবকের...
Read more