চালসা: কোনওরকম ঋণ না নিলেও মিলছে ব্যাংক ঋণের নোটিশ। অবাক করা এই ঘটনায় বিপাকে পড়েছেন বাতাবাড়ি এলাকার যুবক শাহিনসা আলম। কার গাফিলতিতে তার কাছে একাধিকবার এই নোটিশ এল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছে ওই যুবকের পরিবার। শুক্রবার সকালে পোস্ট অফিস থেকে ফের নোটিশ আসে ওই যুবকের কাছে। সেই নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের বিধাননগর শাখায় গিয়ে ম্যানেজারকে বিষয়টি জানান তিনি।
সব শুনে ভুলের কথা স্বীকার করে নিয়েছেন ব্যাংক ম্যানেজার এম কে ঘোষ। তিনি জানিয়েছেন, যা হয়েছে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি তাঁর বক্তব্য, পোস্ট অফিসের ভুলের জন্যই ওই নোটিশ যাচ্ছে। যদিও পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নামে সংশ্লিষ্ট ঠিকানায় নোটিশ এসেছে বলে তাকে দেওয়া হয়েছে। ওই যুবক নোটিশ রিসিভ করায় পোস্ট অফিসের পক্ষেও বিষয়টি বোঝা সম্ভব হয়নি।
আরও পড়ুন : নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে আন্দোলন