নয়াদিল্লি, ৩১ জানুয়ারিঃ সপ্তাহান্তে চূড়ান্ত ভোগান্তির মুখে দেশের তামাম ব্যাংক গ্রাহক। শুক্রবার ও শনিবার ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারী এবং আধিকারিক সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন (ইউএফবিইউ)। রবিবার ছুটির দিন। যার জেরে টানা তিনদিন ব্যাংকের পরিসেবা থেকে বঞ্চিত হবেন দেশবাসী। ঘটনাচক্রে শুক্রবারই আর্থিক সমীক্ষা পেশ করবে কেন্দ্রীয় সরকার। আগামীকাল ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই পরিস্থিতিতে দেশজুড়ে দু’দিনের ব্যাংক ধর্মঘট বিনিয়োগকারীদের কাছে বিরূপ বার্তা পাঠাবে বলে মনে করছে বিভিন্ন মহল।
শ্রম দপ্তর ও অর্থমন্ত্রকের তরফে ব্য়াংক কর্মীদের অনুরোধ করা হয়েছিল কিন্তু, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন ও ফোরামের বৈঠক নিস্ফল হয়েছে। মূল বেতন ২০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে ফোরাম। যদিও, কর্তৃপক্ষ সাড়ে ১২ শতাংশের বেশি বেতন বাড়াতে রাজি নয়।
আগামী ১১ মার্চ থেকে তিনদিনের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন ব্যাংক কর্মীরা। তারপরেও দাবি না মানলে ফের ১ এপ্রিল থেকে লাগাতার ব্যাংক ধর্মঘট ডাকা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে ইউএফবিইউ।