ফালাকাটাঃ ফালাকাটায় বিপুল সংখ্যক নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে থেকে উদ্ধার হয় কাফ সিরাপ। ঘটনায় সিদ্দিক রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি ফালাকাটা (Falakata) থানার ছয় মাইল এলাকায়৷ ধৃত যুবকের থেকেই প্রায় সাড়ে চারশো বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জানাগেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে জয়গাঁর এসডিপিও এলটি ভুটিয়া ও ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার এনবিএসটিসি বাস স্ট্যান্ডের সামনে ঘাঁটি গেড়ে থাকে। কোচবিহার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে এসে ফালাকাটায় নামে এক যুবক। তার সঙ্গে থাকা দুটি পিচ বোর্ডের কার্টুন ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি তার কাছে থাকা পিচবোর্ডের কার্টুন তল্লাশি করে পুলিশ। তখনই কার্টুন বোঝাই নিষিদ্ধ কাফ সিরাপের হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় সাড়ে চারশো বোতল নিষিদ্ধ ওষুধ। এর পরেই ওই পাচারকারী যুবককে গ্রেপ্তার করা হয়।
জয়গাঁর এসডিপিও এলটি ভুটিয়া বলেন, ‘আমাদের কাছে গোপন খবর ছিল এক যুবক নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করছে। তাই এদিন ওত পেতে তাকে ধরা হয়। ধৃত যুবকের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা রয়েছে। বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি স্পেশাল কোর্টে চালান করা হবে।
আরও পড়ুন: Sonapur | বেতন না পেয়ে কর্মবিরতি মহাসড়ক নির্মাণ কর্মীদের