হাসিমারা: অভিযানে নেমে নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। গ্রেপ্তার হয়েছে এক পাচারকারী।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেলে যৌথ অভিযানে নামে হাসিমারা ফাঁড়ি ও জয়গাঁ থানার পুলিশ। হাসিমারার ১০ নম্বর এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে মাদকদ্রব্য সহ হাতেনাতে ধরা পড়ে ওই পাচারকারী। তার কাছ থেকে ৫,৬১৬ পাতা নিষিদ্ধ ট্যাবলেট ও ১২০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জয়গাঁ থানার ওসি প্রবীর দত্ত।
মঙ্গলবার ধৃতকে আলিপুরদুয়ার(Alipurduar) মহকুমা আদালতে তোলা হবে। ঘটনায় জড়িত আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।