মুম্বই: ভারতীয় সংগীত জগতে ফের নক্ষত্রপতন। বুধবার মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিখ্যাত সুরকার-গায়ক বাপি লাহিড়ী। বয়স হয়েছিল ৬৯ বছর। পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সংগীত পরিচালক। ভরতি হতে হয়েছিল হাসপাতালে। সেখান থেকে তাঁকে সোমবার ছেড়েও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের লড়াই ব্যর্থ করে প্রয়াত হন বাপি। ২০২০ সালে ‘বাগী ৩’ ছবিতে শেষবার কাজ করেছেন তিনি। মঙ্গলবারই প্রয়াত হয়েছেন কিংবদন্তী সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই চলে গেলেন বাপিও।
প্রবল বর্ষা চলছে মুম্বাইতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায়
ডিজিটাল ডেস্ক : শুরু হয়ে গিয়েছে বর্ষার মরসুম। দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। আসামে বন্যা পরিস্থিতি আপাতত কিছুটা উন্নত হলেও প্রবল বৃষ্টিতে...
Read more