রায়গঞ্জ: কালিয়াগঞ্জ ব্লকের ৯ নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্যা রীনাবালা দেবশর্মা বিজেতে প্রত্যাবর্তন করলেন। মঙ্গলবার রীনাদেবীর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার। রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে এদিনের কর্মসূচিতে বাসুদেব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে।
কয়েক মাস আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন রীনাবালা দেবশর্মা। জেলা সভাপতি বাসুদেব সরকার জানান, তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে তাঁকে যোগ দিতে বাধ্য করেছিল। এবার সব ভয় উপেক্ষা করে ফের বিজেপিতে ফিরে আসলেন তিনি। রীনাদেবী জানান, তৃণমূল বিভিন্নভাবে হয়রানি করে ও ভয় দেখিয়ে তাঁকে দল ছাড়তে বাধ্য করে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, কাউকে কোনও ভয় দেখানো হয়নি। তিনি স্বেচ্ছায় এসেছিলেন। কোনরকম দুর্নীতি ও স্বেচ্ছাচারকে প্রশয় না দেওয়ায় তিনি বিজেপিতে ফিরে গেলেন।
আরও পড়ুন : মালদায় পৃথক দুই জায়গায় বোমা উদ্ধার