ডিজিটাল ডেস্ক : বিগত কয়েক দিন ধরে কর্ণাটকের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে হিজাব বিতর্কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তড়িঘড়ি কর্ণাটক সরকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেয়। তবে কর্ণাটক হাইকোর্টের নির্দেশে আগামীকাল থেকে সব স্কুল খুলে যাচ্ছে। জানা গিয়েছে, দশম শ্রেণী পর্যন্ত ক্লাস হবে। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া জানিয়েছেন, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে যদি কেউ কোনো গন্ডগোল পাকায়, তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাজ্য গোয়েন্দা দপ্তরের কর্তারাও সতর্ক রয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও কবে কলেজ খুলবে সে ব্যাপারে এখনো কিছু জানাতে পারেনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তবে আগামী কয়েকদিনের মধ্যেই যে সমস্ত কলেজ খুলে যাবে সে কথা তিনি জানান। খুব স্বাভাবিকভাবেই কর্ণাটকের পরিস্থিতির ওপর নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
শুভ রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন টুইটে
ডিজিটাল ডেস্কঃ শুভ রথযাত্রা (Rathyatra) উপলক্ষে আজকে রথের রশি টান পড়ার অপেক্ষায়। বাংলাসহ সারা দেশেই রথযাত্রা উৎসব পালন হচ্ছে মহা...
Read more