বালুরঘাট: রাতের অন্ধকারে সাফ হচ্ছে আত্রেয়ী নদী বাঁধের গাছ। এমনকি বাঁধ কেটে রাস্তা বানিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।গাছ কেটে ফেলায় চকভৃগু ডাকরা এলাকার বাসিন্দারা ফের একবার বানভাসি হবার আশঙ্কায় ভুগছেন। বাসিন্দাদের তরফ থেকে সেচ দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও প্রকাশ্যে অভিযোগ জানাতে কেউই এগিয়ে আসছেন না। বালি ব্যবসায়ীদের এই কর্মকাণ্ডের প্রকাশ্যে বিরোধিতা করতেও সাহস করছেন না বাসিন্দারা।
এলাকায় এনিয়ে ছবি তুলতে গেলে, বালি ব্যবসায়ীরা বাধা দেয়। বালি ব্যবসায়ীদের জমায়েত দেখেই স্থানীয় বাসিন্দারাও আর এগিয়ে আসবার সাহস দেখাননি।সেচ দপ্তরে লিখিত অভিযোগে এলাকার বাসিন্দারা জানিয়েছেন নদী বাঁধ কেটে রাস্তা বানিয়ে ট্রাক্টরে বালু তোলার কাজ চলছে।এমনকি ওই রাস্তা বানাতে গিয়ে সামনে পড়া গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে বালি ব্যবসায়ীদের অবশ্য দাবি যে তারা রাজস্ব দিয়েই এই বাড়ি তোলার কাজ করছেন বাঁধ ও গাছ কাটার অভিযোগ ভিত্তিহীন। এসব কারা করেছে তা তাদের জানা নেই। সেচ দপ্তরের তরফে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বপন বিশ্বাস বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’