নিজস্ব প্রতিনিধি, কলকাতা : স্থগিত আইপিএল এখনও শুরু হয়নি। ঘোষণা হয়নি সূচিও। তার মধ্যেই আজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে একগুচ্ছ ভাবনার কথা সামনে এসেছে।
২০২২ সালের আইপিএল ৮-এর বদলে ১০ দলের হবে, একথা সবারই জানা। দল বাড়ানোর ব্যাপারে বিসিসিআই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বলেই খবর। গুজরাটের আদানি গ্রুপ, কলকাতার আরপিজি গ্রুপ সহ আরও দুটি সংস্থা রয়েছে নয়া ফ্র্যাঞ্চাইজির দৌড়ে। এর আগে গুজরাত ও পুনে থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের বদলি হিসেবে দুবছর আইপিএল খেলেছে। বোর্ড সূত্রে খবর, চলতি মাসের তৃতীয় সপ্তাহতে নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকবে বিসিসিআই। ক্রিকেটারদের রিটনেশনের নিয়মেও বদল আনছে বোর্ড। জানা গিয়েছে, পাঁচজনের বদলে রিটেইন করা যাবে মোট চারজন ক্রিকেটার। যার মধ্যে মধ্যে অন্তত দুইজন ভারতীয় হতে হবে। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজিরা ৮৫-র বদলে ৯০ কোটি নিয়ে নিলামে অংশ নিতে পারবেন। প্রতিবছর নিলামে ক্রিকেটার কেনার এই মূল্য ৫ কোটি করে বেড়ে ২০২৪ সালে তা ১০০ কোটিতে পৌঁছে যাবে। আগামী আইপিএলে মিডিয়া রাইটসেও বদল আসতে চলেছে বলে খবর।
অন্যদিকে, আইপিএলের বাকি অংশে খেলার বার্তা দিলেন শ্রেয়স আয়ার। তিনি এখন অনেকটাই সুস্থ। কাঁধের চোটের শেষ পর্বের রিহ্যাব চলছে তাঁর। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে শ্রেয়স অনুশীলন শুরু করে দেবেন। শুধু তাই নয়, দুবাইয়ে স্থগিত আইপিএলে খেলার ইঙ্গিত আজ দিয়েছেন তিনি। যদিও শ্রেয়স ফিরলে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়কত্ব কে করবেন, স্পষ্ট নয়। শ্রেয়সেরও এব্যাপারে কোনও ধারণা নেই।